দর বৃদ্ধির শীর্ষে ইউনিলিভার

দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৬ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে ডিএসইর দর বৃদ্ধির তালিকা পূর্ণ হয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৪ আগস্ট) ডিএসইতে লেনদেনে দর বৃদ্ধির তালিকায় ৬টি কোম্পানির নাম দেখা গেলেও দর বৃদ্ধির তালিকায় ৪টি কোম্পানির নাম দেওয়া হয়েছে। যেগুলো হলো-ইউনিলিভার কনজিউমার কেয়ার, বিজিআইসি, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ারের ২ দশমিক ০৩ শতাংশ, বিজিআইসির ১ দশমিক ৯০ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ দশমিক ২৭ শতাংশ ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ০ দশমিক ৪৫ শতাংশ দর বেড়েছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.