ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষে নিহত ৫

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের সদস্যরা। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন গণমাধ্যমকর্মীসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

রবিবার দুপুরের পর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল থেকে ফেনী জেনারেল হাসপাতালে পাঁচজনের মরদেহ নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে তাদের নাম জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল বলেন, ‘হাসপাতালের মর্গে পাঁচজনের মরদেহ রাখা হয়েছে।’

আজ থেকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে অসহযোগ আন্দোলনে সারাদেশে ২২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.