গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ২৩ জন

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ আইনশৃংখলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘর্ষে গুলিবিদ্ধ ও ইটের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন এ পর্যন্ত ২৬ জন।

তাদের মধ্যে দুজনকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালে আসাদের মধ্যে তিন’জন ইটের আঘাত পেয়েছেন, বাকি ২৩জন গুলিবিদ্ধ।

রোববার সাড়ে বারোটার দিকে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে আহতরা ঢাকা মেডিকেলে আসতে থাকেন। আহতদের বেশিরভাগেরই বুকে ও মাথায় গুলির ক্ষত রয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন— শাহবাগ থেকে মাহিন(২৫), হাসিবুর রহমান (৩০),সুভাষ (২৪), রিমন (৩২), তানভির (২০), সেলিম (৪০), নয়া বাজার থেকে আসা নিজাম (২২), মাহিন (২১), আকাশ(২১) মাহিন (২১), মুন্সিগঞ্জ থেকে আসা মুরাদ হোসেন দ্বিপ (১৭), মঞ্জিল (৪০), আল আমিন (২২), শনিরআখড়া থেকে গুলিবিদ্ধ হয়ে আসা সাব্বির (১৮), জামিল(৪০), আতিক (২৭), হৃদয় (২৩), সোহাগ (২৯), সঞ্জয় (১৮), রিফাত (২৩), রাজিব (২২), জাহিদ (৩২), কিবরিয়া (২৪), মোদাসসির (২৪), প্রেসক্লাব থেকে আশা মেহেরাজ (৫৭), নূর হোসেন পিপুল (৫৫), বিল্লাল হোসেন (৩২) ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজনকে ভর্তি নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.