মঙ্গলবার ‌‘লংমার্চ টু ঢাকা’, ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান

সারাদেশে অসহযোগ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী মঙ্গলবার (৬ আগস্ট) শাহবাগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করা হবে।

এদিন সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে বলা হয়েছে, দুপুর ২টায় শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করা হবে।

এর আগের দিন সোমবার (৫ আগস্ট) শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান সমূহে স্মৃতিফলক উন্মোচন’ এবং সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

একই দিন, ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.