দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে এই প্ল্যাটফর্মের ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে।
রবিবার দুপুরের দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
এদিকে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
এর আগে, গত শনিবার অপারেটরদের ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়। তার একদিন পর আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ দেওয়া হলো।
এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে অসহযোগ আন্দোলনে মুন্সিগঞ্জ ২, বগুড়ায় ২, রংপুরে ১ এবং মাগুরায় একজনসহ ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেল।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.