সব রুটে ট্রেন চলাচল বন্ধ আজ

স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হলেও অনিবার্য কারণবশত সারাদেশে সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে আজ। রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে আজ স্বল্প দূরত্বের ট্রেনও চলবে না।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।’

এর আগে সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত ১ আগস্ট স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তঃনগর ট্রেন চালাচল বন্ধ ছিল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.