চট্টগ্রামে বিএনপি নেতাদের বাড়িতে হামলা, আগুন
চট্টগ্রামে আওয়ামীলীগের দুই নেতার বাড়ি ভাংচুরের পর বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা হয়েছে। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়িও রয়েছে। হামলাকারীরা চারটি বাড়িতেই ভাংচুর চালিয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আজ শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবন ভাংচুর করা হয়। আন্দোলনকারীরা এ ভাংচুর চালান বলে জানিয়েছে পুলিশ।
ওই ঘটনার ঘণ্টাখানেক পর আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং পাঁচলাইশ আবাসিক এলাকায় মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়িতে হামলার ঘটনা ঘটে। আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিকে নগরীর বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং পাঁচলাইশ আবাসিক এলাকায় মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়িতেও হামলা হয়েছে।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসভবনেও হামলা হয় বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা এ হামলার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলেছেন, ‘ছাত্রলীগ–যুবলীগই এসব হামলায় জড়িত।’
নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, ‘পুলিশকে সঙ্গে অস্ত্র হাতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, বিএনপি নেতা মীর হেলাল ও এরশাদ উল্লাহর বাসা বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে।’
তবে এ অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.