বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শনিবারের কর্মসূচিতে রাজধানীতে পুলিশ অনেকটা সংযম ও ধৈর্য্য দেখিয়েছে। সংঘাত ও সংঘর্ষ এড়াতে অবলম্বন করেছে নানা কৌশল। নিরাপত্তা ঝুঁকি মনে করে সকালেই প্রায় সব সড়ক থেকে ট্রাফিক পুলিশকে তুলে নেওয়া হয়।
অন্যদিকে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারীদের ফেরার সময় শাহবাগ থানার পুলিশ হামলার আশংকায় থানা ক্যাম্পাসের ভেতর আশ্রয় নেয়। এ সময় থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীদের কেউ যাতে উতি উৎসাহী হয়ে থানায় হামলা না চালায় তা নিশ্চিত করতে তাদেরই একটি অংশ থানার সামনে মানবঢাল তৈরি করে পাহারা দেন।
আজ শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশা লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছে। কর্মসূচি পালন করে হাজার হাজার আন্দোলনকারী ফেরার সময় রাজধানীর শাহবাগ থানার সামনে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
রাজধানীতে বিশাল মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণকালের বৃহৎ সমাবেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে শাহবাগ থানা যথেষ্ট সতর্ক ছিল। বিকাল থেকেই এ থানার পুলিশ সদস্যরা মূলত থানার মধ্যেই অবস্থান করছিলেন।
শহীদ মিনার থেকে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের দিকে ফিরছিলেন। তখন তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। শাহবাগ থানা অতিক্রম করার সময় আন্দোলনকারীরা ‘ভুয়া’ ‘ভুয়া’, ‘খুনি’ ‘খুনি’ বলে স্লোগান দেন।
এ সময় আন্দোলনকারীদের একটি অংশ থানার সামনে মানবঢাল তৈরি করে, যাতে কেউ থানায় হামলা না করতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, থানার সামনে অনেক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা থানার ভেতরে গিয়ে অবস্থান নেন।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীদের তোপের মুখে সেখানে উপস্থিত থাকা বিজিবির সদস্যরা জাতীয় জাদুঘরের ভেতরে চলে যান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.