সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, হত্যা ও হামলাসহ নয় দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

শনিবার দুপুর ১২টার দিকে তারা সেখানে অবস্থান নেয়। এ সময় ৯ দফা দাবি জানিয়ে শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। সেখানে বিপুল সংখ্যক পুলিশ সেখানে আছেন।

মিছিল থেকে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ‘আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।’

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে। এদিকে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, হত্যা ও হামলাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.