কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল ভারত। চলছে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর অধ্যায়। এরমধ্যে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল দিয়েই এই ফরম্যাট থেকে অবসরে যান রোহিত ও বিরাট কোহলি। অবসর নেন রবীন্দ্র জাদেজাও। স্বাভাবিকভাবেই তারা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেননি। খেলতে এসেছেন ওয়ানডে সিরিজ।
আজ কলম্বোয় শুরু প্রথম ওয়ানডে। শ্রীলঙ্কায় অনুশীলনের পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘দারুণ একটা অনুভূতি (বিশ্বকাপ জয়)। তবে আমাদের সামনে এগোতে হয়। এখন সামনে এগোনোর সময়, সামনে কী আছে, সেটি ভাবার সময়। আমরা কলম্বোতে “চিল” করতে আসিনি। দিন শেষে ভারতীয় ক্রিকেটের মানটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছি মনেই হচ্ছে না। মনে হচ্ছে, যেন একটা সিরিজ থেকে বিশ্রাম নিলাম। যেরকম আগেও নিতাম। সামনে আরও বড় টুর্নামেন্ট আছে। সেখানে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তৈরি থাকতে হবে। আমার মনে হচ্ছে, আমি এখনও পুরোপুরি বাদ পড়িনি সেই লড়াই থেকে।’
এদিকে সংবাদ সম্মেলনে রোহিতের জন্যে ছিল কঠিন এক প্রশ্নও। ওয়ানডেতে গত বছর জুড়ে ভারতের নিয়মিত উইকেটরক্ষক ছিলেন লোকেশ রাহুল। আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দলে ফিরেছেন নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পান্তও। শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা পাবেন এই দুজনের একজন।
একাদশ বাছাই নিয়ে রোহিত বলেন, ‘আপনারা দুজনের সামর্থ্য জানেন। নিজেদের মতো করে তারা ম্যাচজয়ী। দল নির্বাচনের এমন সমস্যা ভালোই। মানে আমাদের সে রকম মান আছে।’
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.