মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় ইরানি সামরিক উপদেষ্টা মিলাদ বিবিও নিহত হয়েছেন। ইসরাইলের ওই হামলায় নিজের অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের নিহতের খবর বুধবার নিশ্চিত করে হিজবুল্লাহ।
লেবাননের স্বাস্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় আরো দুই শিশু নিহত এবং অপর ৭৪ জনেরও বেশি আহত হয়েছেন।
ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে কথিত রকেট হামলায় ১২ ব্যক্তির নিহত হওয়ার জন্য হিজবুল্লাহকে দায়ী করে তেল আবিব। দেশটির সরকার ঘোষণা করে, গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ফুয়াদ শুকর জড়িত রয়েছেন।
তবে হিজবুল্লাহ কঠোর ভাষায় গোলান মালভূমিতে হামলায় নিজের জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করেছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.