বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ ১২ জন আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ পালনের আগেই সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেইটে কর্মসূচি’র প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করে বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় কর্মসূচি ডাকে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ছাত্রলীগের উপস্থিতি ছিলো।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তাদের টেনে হিঁচড়ে নিয়ে গেছে পুলিশ। আটক হওয়া শিক্ষার্থীরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ভূমিকা সরকার, সজিব,সিবাত আহমেদ, সুজন, তমালসহ  অন্যান্যরা।

আটকের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল গণমাধ্যমকে বলেন, সারাদেশে সভা সমাবেশ বন্ধ। আজকে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কর্মসূচি ছিলো। আমাদের কাছে সংবাদ আছে বাঁধা বিপত্তি আসতে পারে। যেহেতু এরা ছাত্র। এদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করেই এদের মধ্য থেকে ১২ জনকে যারা সমন্বয়কের দায়িত্বে আছেন তাদেরকে আমরা হেফাজতে রেখেছি। পরবর্তীতে এদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড আব্দুল কাইয়ুম বলেন, আমি সব জানি। বিষয়টি আমি দেখতেছি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.