দরপতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুলাই) পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ২৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিবরা ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ টাকা ৪০ অইয়সা বা ২ দশমিক ৯৯৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইল মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, বিজিআইসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.