সূচকের ৫৩ পয়েন্ট পতনে কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুলাই) দেশের প্রধান  সকল মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ৩৩২ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৯০২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৫০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭টি কোম্পানির, বিপরীতে ৩৩২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.