আগামী ৩ আগস্টকে ইসরাইলি কারাগারে থাকা “গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস” হিসেবে ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া।
এক বিবৃতিতে ইসমাইল হানিয়া এই ঘোষণা দেন। তিনি ওইদিন ব্যাপকভাবে সমাবেশে অংশগ্রহণ করে গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন অবসানের দাবি জানানোর আহ্বান জানান। এছাড়া, কারাগারে যেসব বীর ফিলিস্তিনি দীর্ঘদিন আটক রয়েছেন এবং মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান হামাস নেতা।
তিনি বলেন, গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে নাৎসি ইহুদিবাদীদের টানা দশম মাসে চলমান গণহত্যা ও দখলদারদের কারাগারে আটক বন্দীদের শহীদ হওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে যা আগে এতটা ছিল না। ইসরাইলের ‘গুয়ান্তানামো কারাগারে’ ফিলিস্তিনি বন্দীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন এবং অত্যাচার চালানো হচ্ছে। তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে, তাদেরকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে এবং এসব বন্দীকে খাদ্য এবং ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে।
হামাস প্রধান আরও বলেন, “আমাডোাপিদের জনগণ এবং বন্দীদের বিরুদ্ধে এই গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের নীরবতা এবং অক্ষমতা” অত্যন্ত নিন্দনীয়। সেইসাথে এই আগ্রাসনে সম্পূর্ণ অংশীদারিত্বের জন্য মার্কিন সরকারের লাগামহীন সমর্থনেরও নিন্দা করেন হানিয়া। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.