কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (২৭ জুলাই) হাতিরঝিল থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে হাসান মওদুদকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানার অফিসার ইনর্চাজ শাহ মো. আওলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে বিএনপি-জামায়াত ও শিবিরের নাশকতাকারী চক্র হাতিরঝির থানার উলন দাসপাড়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপূর্ব মন্দির সংলগ্ন রাস্তার ওপর পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।

হাতিরঝিল থানায় দায়ের করা ওই মামলায় হাসান মওদুদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.