মোবাইল ইন্টারনেট চালু হবে বিকেলে

সারাদেশে আজ বিকেল ৩টায় মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

রবিবার (২৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে আজ বিকেল ৩টায় সারাদেশে মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা চালু করতে পারব ইনশাল্লাহ। ফোরজি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব গ্রাহককে ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৭ এপ্রিল রাত থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.