হুমকির পরেই লেবাননে ইসরায়েলের হামলা

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়েছে। এতে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ।

এদিকে আজ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে তারা লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর সাতটি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেইসম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এর আগে শনিবারের হামলা নিয়ে (আইডিএফ) বলেছে, লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠীর ছোড়া একটি রকেট গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় ফুটবল মাঠে আঘাত হানে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা চলতে থাকবে। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই পক্ষের মধ্যে যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.