ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) এ হামলা চালানো হয়। মাজদাল শামস নামের গ্রামের ফুটবল মাঠের এই হামলায় আরও ২৯ জন আহত হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে স্বাধীনতাকামী হামাসের হামলার পর এবারই দেশটিতে কোনো হামলায় এত মানুষ হতাহত হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠিকে দায়ী করেছে । এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকী দিয়েছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে চালানো এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে আশংকা করা হচ্ছে। এ ঘটনায় ইসরায়েল লেবাননে হামলা জোরদার করতে পারে। তাতে নিশ্চিতভাবে হিজবুল্লাহও সমানতালে জবাব দেবে। বিষয়টি শেষ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে।
খবর আল জাজিরা ও সিএনএনের।
গাজায় ইসরায়েলের বর্বর হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনীদের প্রতি সহানুভূতিসম্পন্ন বিভিন্ন গোষ্ঠি বিচ্ছিনভাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়ও তারা সফল হামলা পরিচালনা করেছে।
ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, শনিবার লেবানন থেকে ইসারায়েলেক লক্ষ্য করে ৩০টি রকেট ছুঁড়ে হিজবুল্লাহ। মাজদাল শামসে যে রকেটে হতাহতের ঘটনা ঘটেঠে, সেটি ইরানের তৈরি আল ফালাক রকেট, যাতে ৫০০ কেজি বিস্ফোরক বা বোমা বহন করা যায়।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দ্রুজ গ্রামের এই অংশের দখল নেয় ইসরায়েল। আর ১৯৮১ সালে আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে ইসলায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। এখানে মূলত দ্রুজ সম্প্রদায়ের ২০ হাজার মানুষ বাস করেন। এছাড়া এটি ইসরায়েল দখল করার পর এখানে প্রায় ৩০ হাজার ইহুতি বসতি স্থাপন করেছে।
শনিবারের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সফররত থেকে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে ফেরার সময় এগিয়ে এনেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে দ্রুজ সম্প্রদায়ের নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। জানিয়েছেন, এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। ফিরে আসার পর নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করবেন তিনি।
তবে এক লিখিত বিবৃতিতে হিজবুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আফিফ এ অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তাদের প্রতিরোধের ঘটনার সাথে এর একেবারেই কোন সম্পর্ক নেই। ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে।
হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মালভূমির ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেড সামরিক দফতরে হামলা চালিয়েছিল, খেলার মাঠ থেকে যার দূরত্ব মাত্র দুই কিলোমিটার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.