ইসলামী ইন্সুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৩ সালের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ নগদ লভ্যংশ অনুমোদন দেয়া হয়। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোম্পানির কোম্পানি সেক্রেটারি চৌধুরী এহসানুল হক।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন। সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. ইসমাইল নওয়াব, পরিচালকেরা, শেয়ারহোল্ডাররা, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক মিয়া ও মুখ্য হিসাব কর্মকর্তা মো. মঈনুল আহছান চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.