নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধী নন, মিথ্যাবাদীও: বার্নি স্যান্ডার্স
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধী নন, তিনি একই সঙ্গে মিথ্যাবাদীও বটে বলে মন্তব্য করেছেন আমেরিকার শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডার্স।
মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় আজ সকালে সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
বার্নি স্যান্ডার্স বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে।
মার্কিন এ সিনেটর বলেন, ইসরাইলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়। এজন্য আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন। মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটিই প্রথম কোনো ঘটনা।
এর আগে স্যান্ডার্স বহুবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে দমন-পীড়নমূলক নীতি অনুসরণ করে আসছে তার প্রতি সমর্থন জানানোর জন্য আমেরিকাকে কঠোর সমালোচনা করে থাকেন বার্নি স্যান্ডার্স। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.