গতবছর ৪.৫ কোটির বেশি চকলেট উপভোগ এমিরেটস যাত্রীদের

এমিরেটস এয়ারলাইন সম্প্রতি একটি মজার তথ্য প্রকাশ করেছে। গত এক বছরে এয়ারলাইনটির সকল ফ্লাইটে ৪.৫ কোটির অধিক উৎকৃষ্ট মানের সুস্বাদু চকলেট আস্বাদন করেছেন যাত্রীরা। এমিরেটসের মেন্যুতে বিভিন্ন ধরণের চকলেটের ব্যবস্থা রয়েছে।

গত এক বছরে ইকোনমি শ্রেণীতে ভ্রমণকারী যাত্রীরা ৩৬.৩ মিলিয়ন এবং সদ্য প্রবর্তিত প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর যাত্রীরা ৩ লক্ষ ২২ হাজার চকলেট উপভোগ করেছেন। অন্যদিকে, বিজনেস শ্রেণীর যাত্রীরা ৮.২ মিলিয়ন চকলেট আস্বাদন করেছেন। এমিরেটসের প্রথম শ্রেণীর যাত্রীরা যত ইচ্ছা চকলেট নিতে পারেন এবং কিছু কিছু চকলেট সাথে করে বাড়ীতে নিয়ে যেতে পারেন। এই শ্রেণীর যাত্রীদের ১ লক্ষ ২২ হাজারের অধিক সুস্বাদু চকলেটের বক্স দেয়া হয়েছে।

এমিরেটস সারা বিশ্ব থেকে উন্নত মানের চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ এবং প্রতি তিন মাসে চকলেট আইটেমে পরিবর্তন করে থাকে। বর্তমানে ফ্লাইটে সার্ভ করা হচ্ছে ফ্রান্সের অভিজাত ভালরোনা র্ব্যান্ডের চকলেট। যেসব চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এমিরেটস চকলেট নিয়ে থাকে তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাতিল, কোকো জেলিলা এন্ড ফরে এবং গ্যালান্ড। এছাড়াও আয়ারল্যান্ডের বাটলার্স, বেলজিয়ামের গোভিডা, ক্যানোনিকা এবং ন্যুহাস; ইক্যুয়েডরের প্যাকারি এবং যুক্তরাজ্যের হোটেল চকলেট এমিরেটস ফ্লাইটে সার্ভ করা হয়ে থাকে।

সকল ক্লাসের যাত্রীরা ইচ্ছা করলে চকলেট ডেজার্ট এবং হট চকলেট নিতে পারেন। বিভিন্ন উৎসবকালে, দূর পাল্লার ফ্লাইটগুলোতে স্ন্যাক্স ট্রেতে চকলেট ক্যান্ডিবার এবং শিশুদের জন্য চকলেট ললিপপ সার্ভ করা হয়।

বিশ্বব্যাপী এমিরেটস এয়ারপোর্ট লাউঞ্জগুলোতে সুস্বাদু চকলেটের অভিজ্ঞতা নিতে পারেন যাত্রীরা। লাউঞ্জগুলোতে হোমমেড এমিরেটস চকলেট আইসক্রীম, কস্টা কফি, হট চকলেটসহ এমিরেটস মাস্টারশেফদের তৈরি বিভিন্ন চকলেট আইটেম আস্বাদন করার সুযোগ পেয়ে থাকেন যাত্রীরা।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.