পাসপোর্ট সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৭তম। গত বছরের শেষ প্রান্তিকে প্রকাশিত সূচকে বাংলাদেশ ৯৬তম অবস্থানে ছিল।

এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া ও ফিলিস্তিন।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ভিত্তিতে আলোচিত সূচকে র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়। সূচক অনুসারে, বাংলাদেশ ও ফিলিস্তিনের পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

সূচকে দেখা গেছে, সিঙ্গাপুরের পাসপোর্ট ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের স্থান ৫২ তম, এ পাসপোর্টধারীরা ৯৪ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

তালিকায় ভারতের স্থান ৮২ তম, ভারতের পাসপোর্টধারীরা ৫৮ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

ভূটানের স্থান ৮৭ তম, এ পাসপোর্টধারীরা ৫২ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন এবং শ্রীলঙ্কার স্থান ৯৩ তম, এ পাসপোর্টধারীরা ৪৪ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

৪০টির কম দেশে ভিসা বা অন এরাইভাল ভিসায় প্রবেশাধিকার রয়েছে এমন দেশের মধ্যে রয়েছে নেপাল (র‍্যাঙ্ক-৯৮), পাকিস্তান (র‍্যাঙ্ক-১০১) ও আফগানিস্তান (১০৪)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.