নাশকতাকারীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য, ছবি ও ভিডিও দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

বুধবার পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।

দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য, ছবি ও ভিডিও পুলিশকে পাঠানো হলে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এসব তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো- ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.