কোটা সংস্কার আন্দোলকারীদের হামলায় মেট্রোরেলের ফার্মগেটসহ কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৮ জুলাই (বৃহস্পতিবার) বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।
এই আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে টানা তিনদিনের সাধারণ ছুটির পর আজ থেকে চালু হয় সরকারি-বেসরকারি সব অফিস। অফিস চলবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। রাস্তায় চলাচল শুরু করেছে গনপরিবহন।
মেট্রোরেল চালু হওয়ার বিষয়ে বুধবার (২৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, মেট্রোরেল কবে নাগাদ চালু করতে পারবো আমরা এখনই বলতে পারছি না। মেট্রোরেল চালু হওয়ার বিষয়ে কথা বলার সময়ও এখনও আসেনি।’
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.