সূচক পতনে সেঞ্চুরি করলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কারফিউ পরবর্তি প্রথম কার্যদিবস বুধবার (২৪ জুলাই) লেনদেনের দুই ঘন্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ দশমিক ২৮ পয়েন্ট পতনের মুখে পরে। এসময় ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৫ হাজার ৩৩৯ পয়েন্টে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পতনের শিকার হয়েছে ডিএসইর বাকি দুইটি সূচকও। সূচকগুলোর মাঝে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৩ দশমিক ৬৯ পয়েন্ট পতনের পর ১ হাজার ১৬৭ পয়েন্ট এবং অন্য সূচক ডিএস৩০ ৩৯ দশমিক ৩৯ পয়েন্ট পতনের পর ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭ কোটি ১০ লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১ টির, কমেছে ৩৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টি কোম্পানির শেয়ারের দর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.