ঘোষিত তারিখে অনুষ্ঠিত হয়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের প্রতিষ্ঠান বাটা স্যু বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
কোটা আন্দোলনকেন্দ্রীক সংঘাতে সাধারণ ছুটি ও কারফিউ ঘোষণার কারণে গতকাল কোম্পানিটির ঘোষিত এজিএম স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কোম্পানিটি শিগগিরই এজিএমের নতুন সময়সূচি প্রকাশ করবে বলে জানিয়েছে।
বাটা স্যু গত ২৪ এপ্রিল সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা ও পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করে। ওইদিন ১৬ জুলাই এজিএমের তারিখ নির্ধারণ করা হয়। তবে ওই তারিখেও কোম্পানিটির এজিএম হয়নি। গত ৯ জুন কোম্পানির পক্ষে জানানো হয়, অনিবার্য কারণে তাদের এজিএমরে তারিখ ১৬ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই অনুষ্ঠিত হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.