কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। এরপর রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
টানা তিনদিনের সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) চালু হয় সব ধরনের অফিস এবং আদালত। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে অফিস ও ব্যাংকের লেনদেন। অন্যদিকে কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
তবে অফিস আদালত খুললেও ইন্টারনেট সেবা সীমিত রাখা হয়েছে। ঢুকা যাচ্ছে না ফেসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রাম, জিমেইল’সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ব্যবহার করা যাচ্ছে না গুগল।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা যায় নি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.