কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই থেকে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার।
পরে সারাদেশে গত রবি, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ ও বৃহস্পতিবার দুদিন ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি বলেন, আমাদের মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া আজ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে বিচারকাজ চলবে।
এর আগে কারফিউ ও সারাদেশে সাধারণ ছুটির মধ্যে রবি, সোম ও মঙ্গলবার বন্ধ ছিল সব আদালত। তবে রোববার বসেছিলেন আপিল বিভাগ।
অপরদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.