বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন ও তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাত সরকার ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এর মধ্যে যাবজ্জীবন সাজাও রয়েছে।
খবর গালফ নিউজে।
প্রকাশিত খবর অনুসারে, গত শুক্রবার বেশ কিছু বাংলাদেশী শ্রমিক দুবাই ও সারজাহসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করে। দেশটিতে সরকারের কাছ থেকে নেওয়া আগাম অনুমতি ছাড়া যে কোনো ধরনের সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন আইন বিরুদ্ধ। এ আইন লংঘনের দায়ে দেশটির ফেডারেল আদালত ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এদের মধ্যে ৩জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আর ৫৩ জনকে দেওয়া হয়েছে ১০ বছর করে জেল। বাকী একজনকে অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও বিক্ষেোভে অংশ নেওয়ায় ১১ বছরের সাজা দেওয়া হয়েছে।
সাজা শেষে সংশ্লিষ্টদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের রায়ে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আইন বহির্ভূত বিক্ষোভের কারণে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশী শ্রমিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.