বুধবার খুলছে দেশের সব অফিস

নির্বাহী আদেশে দেওয়া ৩ দিনের সাধারণ ছুটি শেষে বুধবার ফের দেশের সব অফিস-আদালত খুলছে। তবে এদিন অফিসের কর্মঘণ্টা হবে স্বাভাবিক সময়ের চেয়ে কম। বুধবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। বৃহস্পতিবারও একই সূচিতে অফিস চলবে। দু’দিনের জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে সরকার।

অন্যান্য অফিসের মতো ব্যাংক এবং শেয়ারবাজারও কাল থেকে খোলা থাকবে। আগামী দুদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকিং চলবে। অন্যদিকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১১টায়, চলবে বেলা ২টা পর্যন্ত।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে সরকারি অফিস।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।

 

এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.