রাজধানীর শনির আখড়া এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামীলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরে তা যাত্রাবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশের গুলিতে ৬ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে দুর্বত্তরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওনা হলেও পুলিশ প্রটেকশনের অভাবে পৌঁছতে পারছে না। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বুধবার (১৭ জুলাই) কোটা আন্দোলনকারীরা দিনভর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। সন্ধ্যায় তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। চলেত থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ শনির আখড়া থেকে কাজলা হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগও এতে যোগ দেয়। তাতে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের দাবি, আন্দোলনকারীরা টোলপ্লাজায় আগুন দিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে আছে।
এদিকে সন্ধ্যায় সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে ৬ জন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.