কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হয়ে অবরোধ, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে। এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ পুলিশের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন।
এমন পরিস্থিতে শিক্ষার্থীদের জন্য মন কাঁদছে অভিনেতা, অভিনেত্রী, ক্রিকেটার, শিক্ষক ও সাধারণ মানুষ সহ অনেকের। এদের অনেকে ফেসবুকে নিজেদের মতামত শেয়ার করছেন। স্ট্যাটাসে বিভিন্ন রকমের ক্যাপশন দিচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা।
বুধবার তানভীর ফেরদাউস নামের একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিও ক্যাপশনে লিখেছেন, দেশবাসী কবে উঠবেন ঘুম থেকে?
মো. জহিরুল ইসলাম নামের একজন লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ভালো নেই। সাত কলেজ সহ আশে পাশের সবাই প্লিজ ঢাবিতে চলে আসুন।
আরেক ফেসবুক ব্যবহারকারী সুমাই স্নিগ্ধা। তিনি একটি স্ট্যাটাসে ক্যাপশন দিয়েছেন, রহম করো খোদা, তুমি ছাড়া কেউ নেই, কেউ না!!
আন্দোলন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের আরও যত ক্যাপশন-
আরিফ আহমেদ লিখেছেন, সকল ভাষা হারিয়ে গেছে। আহ!
গফ্ফার হাওলাদার নামের এজন লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন।
সাব্বির আহমেদন নামের একজনে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সবাই এগিয়ে আসুন! আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ান!
এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মঙ্গলবার ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন রয়েছেন। এ অবস্থায় দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।
এমন পরিস্থিতির মধ্যে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। তাঁর সাম্প্রতিক চীন সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.