আমি চাই না আর রক্ত ঝরুক। আর কোনো মায়ের কোল খালি হোক এটাও চাননা বলে জানিয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ।
বুধবার (১৭ জুলাই) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা লেখেন।
ফেসবুক পোস্টে তাসকিন লেখেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই!
এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মঙ্গলবার ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন রয়েছেন। এ অবস্থায় দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.