রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করতে পারবে তাকে বিশাল অংকের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস। এর আগেও এই কোম্পানি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাদেরকে বিভিন্ন সময় পুরস্কার দিয়েছে।
কোম্পানিটি বলেছে, প্রথম যে সেনা এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করতে পারবে তাকে ১৫ মিলিয়ন রুবল বা এক লাখ ৭০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে।
সম্প্রতি আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে অন্তত ৬০টি এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই এসব বিমান সরবরাহ করা হবে। চলতি জুলাই মাসের প্রথম দিকে নেদারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে, তারা খুব শিগগিরি ২৪টি এফ-সিক্সটিন বিমান সরবরাহ করবে।
ফোরেস কোম্পানির উপ প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া পোটানিন এক ভিডিও বার্তায় বলেন, এফ-ফিফটিন এবং এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করার জন্য বিশেষ পুরস্কার দেয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিও প্রকাশ করেছে।
এর আগে ফোরেস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় একই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
ইউক্রেন সরকার বহুদিন থেকে দাবি করে আসছে যে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের এফ-সিক্সটিন জঙ্গিবিমান প্রয়োজন। তবে, মস্কো বলছে ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করা হলেও যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.