সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন । এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা এখানে জড়ো হতে থাকেন। পরে সড়ক অবরোধ করেন। তবে পুলিশ বলেছে, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে অবরোধ শুরু করেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইরে থেকে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ হয়ে যায়। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে কয়েক শ শিক্ষার্থীকে দেখা যায়। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। কাছেই সতর্ক অবস্থানে পুলিশ সদস্যদের দেখা যায়।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.