গায়েবানা জানাজা ও কফিন মিছিল আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুসারে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে সারা দেশে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবে তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

তাঁরা বলেন, আজকে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল ১৭ জুলাই দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।

আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন।

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই শিক্ষাঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত সোমবার ও মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনের সমর্থকদের ওপর ছাত্রলীগসহ বহিরাগতরা দফায় দফায় হামলা চালায়। বুধবার আন্দোলনকারীদের সাথে পুলিশেরও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবারের সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সংঘর্ষ এখনো থামেনি। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে এখনো উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে চারটি জেলায় বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.