হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দিলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীরা সাধারণ ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের অনেককে সাধারণ ছাত্রীরা ধরে ধরে হল থেকে বের করে দিয়েছে। এদের মধ্যে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনও রয়েছেন। ছাত্রলীগ নেত্রী শিক্ষার্থীদের বের করে দেওয়ার সময় ষাধারণ ছাত্রীরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার কিছু পরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় এদিন রাত ১১টার দিকে। এ সময় ছাত্রলীগের নেত্রীরা হলে প্রবেশ করতে চাইলে সাধারণ ছাত্রীরা তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক তর্কাতর্কি শুরু হয়। এরই এক পর্যায়ে হলের বিভিন্ন ক্ক্ষ থেকে শত শত ছাত্রী লাঠিসোঁটা নিয়ে নীচে নেমে এসে তাদের ধাওয়া করে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রলীগের রোকেয়া হল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনকে ধরে বের করে দেওয়া হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের আক্রমণ থেকে বাঁচাতে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষকে ছাত্রলীগ নেত্রীদের নিরাপদে বের হতে সহযোগিতা করতে দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে উদ্ধার করে করেছেন শিক্ষকেরা।

তবে ছাত্রলীগের কতজন নেত্রীকে বের করে দেওয়া হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সংখ্যাটি নয় থেকে দশের মধ্যে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোটা বিরোধী আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীদের বর্বর হামলার ঘটনায় আন্দোলনের সমর্থকসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা ব্যাপক ক্ষিপ্ত। এই ক্ষোভ থেকেই রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীদের প্রবেশে বাধা দেওয়া এবং শেষ পর্যন্ত হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

এছাড়া সাধারণ ছাত্রদের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি হল থেকে ছাত্রলীগ নেতারা পালিয়ে গেছে বলে বিভিন্ন ঘনমাধ্যমে খবর বের হয়েছে। হল তিনটি হচ্ছে-শহিদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.