দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩৯৭টি কোম্পানির ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুলাই) লাভেলো আইসক্রিমের ২৩ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডিবিএইচ ফাইন্যান্সের আজ ২০ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, সী পার্ল রিসোর্ট, সালভো কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, ইস্টার্ন ব্যাংক, জেমিনি সী ফুড এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.