কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী সঙ্গে ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইট পাটকেলের আঘাতে অন্তত তিন জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়াও সেখানে পাঁচটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এসে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অনেক শিক্ষার্থী মিরপুর রোডের পপুলার হাসপাতালে আশ্রয় নেন।
গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এ ছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেয়। শিক্ষার্থীরা বলেছে, সেখানে তাঁদের ছাত্রলীগ পেটায়।
আজ বেলা তিনটার দিকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন শিক্ষার্থীরা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.