কোটা সংস্কার আন্দোলন: সারাদেশে বিক্ষোভ মিছিল আজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের পরিবর্তে সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার জবাবে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবেন শিক্ষার্থীরা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের মুখপাত্র ও অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আজকে পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই।

দেশের মানুষকে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা সারাদেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন। শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার আদায় করুন। সারাদেশের সব মানুষকে আহ্বান করব আমাদের মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন। বৃহত্তর গণআন্দোলনের দিকে আমাদের যেতে হবে। এটা আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষকে এ আন্দোলনে নেমে আসতে হবে। এরপর আমরা সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব।

এদিন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.