শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (১৪ জুলাই) সোনারগাঁও হোটেল দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় হোটেল এরিয়ার ভিতরে সকল ম্যানেজমেন্ট, কর্মকর্তা, ও কর্মচারীরা সহ একটি আনন্দঘন র‍্যালি উদযাপন করা হয়।

র‍্যালির শুরুতে বক্তব্য রাখেন, এ কে এম বেনজামিন রিয়াজী (অতিরিক্ত সচিব) ব্যবস্থাপনা পরিচালক হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড মি. রবিন জেমস এডওয়ার্ড মহা ব্যবস্থাপক প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা।

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

বেনজামিন রিয়াজি ও এডওয়ার্ড তাদের বক্তব্যে বর্তমান ইউনিয়নের কার্যকরি কমিটি, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সাথে তাদের সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে হোটেল এর ব্যবসা ও উভয় পক্ষের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

র‍্যালি শেষে এমডি, জিএম ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল কর্মকর্তা কর্মচারীরা সহ কেক কাটে এবং বিকাল ৩ টায় হোটেলের স্টাফ ক্যাফেটেরিয়াতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, বর্তমান ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম সহ অন্যান্য নেতৃরা।

উল্লেখ্য, এই প্রথম বর্তমান কার্যকরী কমিটি সাবেক ইউনিয়ন নেতৃরা ও প্রতিষ্ঠাতা নেতৃদেরকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.