ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় মিলেছে

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় এক বন্দুকধারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই অবশ্য হামলার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। খবর আল-জাজিরার

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও সিবিএস জানায়, ডিএনএ টেস্টের মাধ্যমে এফবিআই নিশ্চিত হয়েছে থমাস ম্যাথিউ ক্রুকস নামে ২০ বছর বয়সী এক তরুণ এ হামলার সঙ্গে জড়িত। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বেথেল পার্ক ঘটনাস্থল থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

শবিবার (১৩ জুলাই) ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আবারও প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর বন্দুক হামলার পুনরাবৃত্তি দেখল। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি সমাবেশে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কানে আঘাত করে।

নির্বাচনি সমাবেশে গুলির শব্দের পরপরই ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরা ট্রাম্প যন্ত্রণায় মুখবিকৃত করে তার কান চেপে ধরেন। এ সময় তার ডান কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। এর পরপরই দ্রুত সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ঘিরে ধরেন এবং ডোনাল্ড ট্রাম্পকে ডায়াসের পাশে আধশোয়া করে রাখা হয়। এরপর নিরাপত্তা দেয়াল তৈরি করে তাকে নির্বাচনি সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নিয়ে কাছের একটি গাড়িতে তোলা হয়।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র মাস চারেক আগে ট্রাম্পের ওপর কেন হামলা হলো, সেটা এখনো জানা যায়নি। জানানো হয়নি সন্দেহভাজন হামলাকারীর পরিচয়ও। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। তিনি নিরাপদ ও ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে খুন করা হয়। তার ভাই ববি কেনেডি ১৯৬৮ সালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এছাড়া ১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও একটি হত্যা চেষ্টা থেকে বেঁচে যান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.