দেখতে দেখতে ১৭ বছর পেরিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তবে এখনও শিরোপার দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। আইপিএলের শুরুর দিকে দিল্লি ডেয়ারডেভিলস নাম থাকলেও মালিকানা বদলের কারণে মাঝ পথে তাদের নামেও এসেছে পরিবর্তন।
প্রায় প্রতি আসরেও অধিনায়ক, জার্সি পরিবর্তন করেও ভাগ্যের ছোঁয়া পায়নি আইপিএলের এই দলটি। আইপিএলের গত কয়েক আসরে দলটির ব্যর্থতার জেরে দলটির দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ রিকি পন্টিং। তবে জানা যায়নি পন্টিং নিজেই ইস্তফা দিয়েছেন নাকি দলই তাকে দায়িত্ব ছেড়ে দিতে বলেছে।
২০১৮ সালে দিল্লি দলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন পন্টিং। এরপর ৭ বছর দলটির দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলাম দিয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ পেয়েছে দলটি। ফলে এখন থেকেই জল্পনা কল্পনা চলছে দিল্লির নতুন কোচ হিসেবে কাকে দেখা যাবে। সবচেয়ে বেশি আলোচনায় আছেন সৌরভ গাঙ্গুলির নাম। তিনি দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে রয়েছেন।
এবার তার কাঁধেই প্রধান কোচের দায়িত্ব দিতে পারে দিল্লি। দিল্লি শিরোপা না জিতলেও গত আসরে বেশ ভালো পারফরম্যান্স করেছে। অভিষেক পোরেল, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্ট্রিস্টান স্টাবসদের পারফরম্যান্সের নেপথ্যেও অনেকে গাঙ্গুলির অবদান দেখছেন।
এবার তাকেই দেয়া হতে পারে প্রধান কোচের দায়িত্ব। গাঙ্গুলি ছাড়াও দিল্লি কোচিং প্যানেল বেশ সমৃদ্ধ। সেখানে সহকারী কোচ হিসেবে আছেন প্রবিণ তাম্বে। বোলিং কোচের দায়িত্ব পালন করছেন জেমস হোপস ও ফিল্ডিং কোচ হিসেবে আছেন বিজু জর্জ।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.