ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শনিবার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে এফ-১৬ যুদ্ধবিমান থেকে ৯টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বর্বর ইসরাইলি বাহিনী। যেখানে হামলা চালানো হয়েছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ ওই হামলার পর অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর গুলি চালায় ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন।
কুয়েত ফিল্ড হাসপাতালের প্রধান সুহাইব আল-হামস খান ইউনিসের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে হামলাকে ‘একটি প্রকৃত গণহত্যা’ বলে অভিহিত করেছেন।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকালে ইসরাইলি সেনারা গাজা সিটি থেকে সরে যায়। এরপর তাল আল-হাওয়া এলাকায় এখন পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্স-এর মুখপাত্র মাহমুদ। ধ্বংস্তুপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৯ মাস ধরা চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজা উপত্যকায় ৩৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। পার্সটুডে
Horrific documentation showing the Israeli army's bombing of civil defense crews deployed to the rescue following the horrific massacre this morning in al-Mawasi pic.twitter.com/c59xA2an9l
— Quds News Network (@QudsNen) July 13, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.