বিশ্বকাপে ব্যর্থতা: অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতার পর সরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার।

গত বছর হুট করেই হাসারাঙ্গাকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিযুক্ত করে শ্রীলঙ্কা। এরপর দলটিকে মাত্র ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই লঙ্কান তারকা।

দলের জন্য নিজের সেরাটা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লঙ্কান বোর্ডকে। লঙ্কান ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে হাসারাঙ্গা জানিয়েছেন অধিনায়ক ও দলের প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে।

তিনি লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি সব সময় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চটুকু দেব বরবরের মতোই অধিনায়ক এবং দলের প্রতি আমার সমর্থন থাকবে এবং পাশে থাকব।’

গত বিশ্বকাপে সাউথ আফ্রিকা, বাংলাদেশের বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা। আর নেপালের বিপক্ষে ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। আর তাতেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল দলটির। এবার সেই ব্যর্থতাতেই সরে দাঁড়ালেন হাসারাঙ্গা। জানা গেছে তার আবেদন পত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) গ্রহণ করেছে। আগামী ২৬ জুলাই ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

এই সিরিজের আগেই নতুন অধিনায়ক খুঁজতে হবে লঙ্কানদের। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার টি–টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে চারিত আসালাঙ্কাকে বেঁছে নেয়া হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.