পরবর্তী কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়বেন শিক্ষার্থীরা

শাহবাগ মোড়ে এক দফা দাবীতে চলমান আন্দোলনে পরবর্তী কর্মসূচি দিয়ে রাত সাড়ে ৮টায় শাহবাগ প্রস্থান করবে শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি জানাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ জুলাই) সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ করেন। এছাড়াও গান-কোটাবিরোধী স্লোগান দিয়ে শাহবাগ উত্তাল রাখেন।

এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এসময় শাহবাগ-বাংলামোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.