পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ভেঙে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মিছিল করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন তারা। এ সময় শিক্ষার্থীরা শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতিবাজার মোড়ে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সকাল থেকে তাদের ক্যাম্পাস থেকে বের না হতে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। গত ৭ ও ৮ জুলাই তারা দুপুরের পর থেকে রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত এবং ১০ জুলাই তারা সারা দেশে সকাল-সন্ধ্যা ব্লকেড পালন করেন।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.