বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানানে কোটা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ ঘোষণার কথা আন্দোলনরত শিক্ষার্থীদের। তবে তাদের এই কর্মসূচি ঠেকাতে শাহবাগসহ রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থা দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন ও সাধারণ মানুষের উপস্থিতি কম।
সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করার কথা রয়েছে শিক্ষার্থীদের।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.