ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর রাশিয়া দাবি করেছে- তারা এই হামলা চালায়নি, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রই সেখানে পড়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোর বলেন, রুশ সশস্ত্র বাহিনী এ ধরণের স্থাপনায় হামলা করে না। ইউক্রেন সরকারের সামরিক সক্ষমতার সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুকেই কেবল রাশিয়া আঘাত হানে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কিয়েভের শিশু হাসপাতালে যে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে তা সম্ভবত নরওয়ের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছিল। ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করেছিল, সেই ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে পাল্টা আক্রমণ চালায় ইউক্রেন। ইউক্রেনের ছোড়া ঐ ক্ষেপণাস্ত্রটি গিয়ে হাসপাতালে পড়েছে। এই সংক্রান্ত প্রমাণ রয়েছে বলে তিনি জানান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, সেদেশে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। ড্রোনটি বেলগোরোড প্রদেশের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.